ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মিথ্যা মামলায় শেষ হয়ে যাচ্ছে ভ্যান চালক শফিকুলের পরিবার


১১ নভেম্বর ২০১৮ ২৩:১২

যশোরের ঝিকরগাছা পল্লীতে একের পর এক মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে ভ্যান চালক শফিকুল ইসলাম ও তার পরিবার। মিথ্যা ও হয়রানি মামলার খরচ বহন করতে দিশেহারা হয়ে পড়েছেন এই পরিবারটি। বিজ্ঞ আদালত মিথ্যা মামলা গুলি খারিচ করে দিলেও আবারো নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে তার প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটছে উপজেলার শংকরপুর গ্রামে।

ভুক্তভোগী পরিবার জানায়, ঝিকরগাছা উপজেলার শংকরপুর মৌজায় ২৫৩৪ দাগের ৩১ শতক জমিতে বাপ-দাদার বসতভিটা হিসাবে বসাবাস করে আসছে শংকরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও তার তিন ভাই তৌহিদুল ইসলাম, জব্বারুল ইসলাম ও তরিকুল ইসলাম। তাদের কে উক্ত বসত ভিটাটি লিখে দিয়েছিল তাদের দাদা পাঞ্জাব আলী সরদার। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি ওমর আলী সরদারের ছেলে রফিকুল ইসলামের নজর পড়ে তাদের ঐ বসত ভিটার উপরে।তিনি এই জমিটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের কে সর্বশান্ত করে ফেলেছে।

কিছুদিন পূর্বে আদালত রফিকুলের দেওয়া মিথ্যা মামলা গুলো খারিচ করে দিলে সে আবারো ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্থানীয় প্রশাসন ও মাতব্বরদের টাকার বিনিময়ে মেনেজ করে আবারো জমিটি হাতিয়ে নেওয়ার জন্য পায়তারা চালিয়ে বেড়াচ্ছে তিনি। এমতাবস্থায় দিন আনা দিন খাওয়া পরিবার টি হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। বাপ-দাদার বসত ভিটাটি রক্ষা করতে সমাজপতিদের দারে দারে ঘুরছে তারা। প্রভাবশালী রফিকুল ইসলামের হুমকিতে মানবতার জীবনযাপন করছে। এ ব্যপারে ধূর্ত রফিকুল ইসলামের মুঠো ফোনে কথা বলা চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এমএ