আগুনে রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ১৪ ঘর

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে ১৪টি ঝুপড়ি ঘর আগুনে পুড়ে গেছে।
বুধবার ভোর (৫ সেপ্টেম্বর) ৫টার দিকে ক্যাম্পের একটি ঘরের রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন লাগার প্রায় ২০ মিনিট চেষ্টায় পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা পৌঁছানের আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পলিথিনি, বাঁশ ও গাছের খুঁটি দিয়ে তৈরি ২৮টি পরিবারের ১৪টি ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে সহায়তার জন্য সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।
এসএমএন