ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


১১ নভেম্বর ২০১৮ ২১:২৬

সারাদেশের মত যশোরের বেনাপোলে পালিত হয়েছে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী।  রোববার (১১ নভেম্বর) সকালে র‌্যালীর মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

র‌্যালীটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব বেনাপোল চত্ত্বরে এসে শেষ হয়। বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব বেনাপোল সভাপতি আলহাজ মহসিন মিলন, বেনাপোল টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি সাজেদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে মোহনা টিভির ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোল সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, বেনাপোল টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু, সীমান্ত প্রেসক্লাব সভাপতি শাহিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, ইন্ডিপেনডেন্ট টিভি এম এ রহিম, এস এ টিভি নাসির উদ্দিন, এসটিভি ইসমাইল হোসেন, বাংলা টিভি মো : সেন্টু, আনন্দ টিভি হাবিবুর রহমান নাসির, দৈনিক আমার সংবাদের ফারুক আহম্মেদ, বেনাপোল প্রতিদিন সম্পাদক আবু সালেহ শাওন, দৈনিক যায় যায় দিনের আশরাফ আলী, দৈনিক যশোরের জসিম উদ্দিন, ডিহি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আয়ুব খানসহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএ