ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ


১০ নভেম্বর ২০১৮ ২০:৫৯

মাগুরায় বাসের চাপায় সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামের একই পরিবারের মা-ছেলের মৃত্যুর ঘটনায় শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মাগুরা-নড়াইল সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসি। এতে ওই রাস্তায় কমপক্ষে ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রোমানা বেগম জানান- বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের রিক্সা চালক বিপুল হোসেন তার স্ত্রী আলেয়া বেগম ও ছেলে আল আমিনকে নিজ রিক্সায় চড়িয়ে মাগুরা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন । পথে পাজাখোলা এলাকায় একটি দ্রুতগামী বাস তাদের রিক্সাটিকে চাপা দিলে বিপুলের স্ত্রী ওই রাতে ও ছেলে স্থানীয় শত্রুজিতপুর কালি প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী আল আমিন শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজে মারা যান। গুরুতর আহত বিপুল হোসেন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন।

শনিবার সকালে নিহত আল আমিনের লাশ ঢাকা মেডিকেল থেকে মাগুরায় নিজ বাড়িতে আসলে গ্রামবাসি এ ঘটনার জন্য দায়ী বাস চালকের গ্রেফতার ও ফাঁসির দাবীতে রাস্তার উপর কফিন ও গাছ ফেলে মাগুরা-নড়াইল সড়ক বন্ধ করে দেয়। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘন্টা ওই রাস্তা বন্ধ থাকে। এ সময় বিক্ষোভকারীরা এ সড়কে বাস ট্রাক চালকদের বেপরোয়া গাড়ি চলাচল বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান- এ ঘটনার সাথে জড়িত ড্রাইভারকে আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।