এক লাখ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ মোহাম্মদ হোসেনকে (৩৫) এক মাদকব্যাবসায়ীকে গ্রেপ্তার বরেছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদ আসে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জালিয়া পাড়া এলাকার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ওই সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়।
এ সময় মোহাম্মদ হোসেনকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে বাড়ির ভেতর লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে মেজর মেহেদী জানান।
এসএমএন