ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: কিশোরগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু


২ এপ্রিল ২০২৫ ২১:১৭

ছবি: নতুন সময়
কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
 
তিনি গত জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মিঠামইন থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন।
 
 
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
সুজিত চন্দ্র দে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে। মিঠামইন থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেও জানা গেছে।
 
জেল সুপার জানান, ২ এপ্রিল দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুজিত চন্দ্র দে। সঙ্গে সঙ্গে তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
 
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।