ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে হাত চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার


১০ নভেম্বর ২০১৮ ০২:৫৬

খিলগাঁও রাস্তার পাশে ঝোপঝাড় থেকে পিছনে হাত বাঁধা ও চোখ বাধা অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ নভেম্বর) বিকাল সারে ৪টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে আইনি প্রক্ষিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মশিউর) রহমান জানান, খিলগাও ডেমরা রোডে নাগদারপার এলাকায় রাস্তার পাশে ঝোপঝাড় থেকে গামছা দিয়ে পিছনে হাত বাঁধা ও চোখ বাধা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কোথাও হত্যা করে মৃতদেহ গুম এর উদ্দেশ্য এখানে ফেলে যায়। তবুও বিস্তারিত উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

এমএ