গাইবান্ধায় ভিজিএফ চালের বস্তা লুটপাটের ঘটনায় চার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা ফুলছড়িতে ভিজিএফ চালের বস্তা লুটপাটের ঘটনায় চার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ইউপি চেয়ারম্যান।এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং চেয়ারম্যান ও বিএনপি নেতাকর্মীরা একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করে দুষছেন। এছাড়া লুটপাটের ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন স্থানীয়রা।
এ মামলার আসামিরা হলেন দক্ষিণ উদাখালী গ্রামের ময়নাল প্রধানের ছেলে এনামুল হক (৪২),দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দানাজির হোসেন হেলালের ছেলে আনিছুর রহমান (৪০), বটের ভিটা গ্রামের চুসা মিয়ার ছেলে ইয়াছিন আলী (৩৫) ও দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মজিবর রহমান।
মামলা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এ বছর গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালি ইউনিয়ন পরিষদে গত বুধবার (১৯ মার্চ) সকাল আটটা থেকে সরকারের বরাদ্দকৃত ত্রাণ ভিজিএফ এর চাল বিতরণ চলছিল। এ সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন। ঐ কর্মকর্তার দেওয়া প্রত্যায়ন পত্রের উল্লেখ করেছেন ঐ দিন ৪ হাজার ৭৮ টি স্লিপ এর বিপরীতে ৪০ দশমিক ৭৮০ মেট্রিক টন যা ১৩ শত ৫৯টি বস্তায় ছিল এর মধ্যে ১৩ শত ৩৪টি বস্তা বিতরণ শেষ হয়েছে ।এরপর আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় একদল লোক গোডাউনের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করতেই ভিজিএফ চাল লুট করা শুরু হয়। পরবর্তীতে এক শত থেকে দেড়শত মানুষ চাল রাখা গোডাউনের ভিতরে প্রবেশ করে এবং মেঝেতে পড়ে থাকা চাল ও ২৫ বস্তা চাল মুহুত্বেই লুট করে যে যার মত নিয়ে যায় ।এ ঘটনায় গত রবিবার (২৩ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল- আমিন আহমেদ বাদী হয়ে গাইবান্ধা জেলা জজ কোর্টের বিজ্ঞ ফুলছড়ি আমলী আদালতে এই মামলা দায়ের করেন।তবে ফুলছড়ি ৩ নং উদাখালি ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময়ের সাংবাদিক মজিবর রহমান দাবি করছেন এটি একটি মিথ্যা ও সাজানো মামলা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,এখনো স্লিপ নিয়ে চাল নেয়ার জন্য ঘোরাঘুরি করছেন স্লিপ পাওয়া মানুষ।এরকম ঘটনার জন্য এলাকা জুড়ে তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করছেন স্থানীয়রা।
স্থানীয় এক হামিদ মিয়া বলেন,এখনো অনেকে চালের জন্য স্লিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে চাল পাচ্ছে না কেউ।দিনের বেলাতে এরকম লুটপাট চালাইছে যা খুব দুঃখজনক।সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চাই আমরা।
এদিকে ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলা বাদি আল- আমিন আহমেদ অভিযোগ করে বলেন,যারা চালের বস্তা লুটপাট করেছেন তারা সকলেই ফুলছড়ি ৩ নং উদাখালি ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মী। সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক আনিসুর এর নেতৃত্বে এসব লুটপাট চালায়।এছাড়া আরও অভিযোগ করে বলেন,এর আগে ১ হাজার স্লিপ দাবি করেন এই দুই নেতা তা না দিলে এরকম ঘটনা ঘটায়।এরকম ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অন্যদিকে ফুলছড়ি ৩ নং উদাখালি ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক আনিসুর ও যুগ্ন সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময়ের সাংবাদিক মজিবর রহমান বলেন, এই মামলাটি একটি মিথ্যা সাজানো মামলা।এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অপরদিকে এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন-নবী টিটুল এর সাথে কথা বলার চেষ্টা করলে তার সাথে মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয় নি।