ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল জোরদার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইদহে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ও শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে টহল দেয়। কোন প্রকার নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, নির্বাচনে তফসিল ঘোষণার পর কোন দল বা গোষ্ঠি যাতে শহরে নাশকতামুলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য সদর থানা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে টহল দেওয়া হয়েছে। এছাড়াও শুক্রবার দিনভর সদর থানার পক্ষ থেকে নিরাপত্তার জন্য স্টাইকিং ফোর্স গঠন করে বিশেষ টহল জোরদার করা হয়েছে। নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। মাদকমুক্ত ঝিনাইদহ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএ