নেত্রকোনায় নৌকা মিছিল

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত আটটায় নেত্রকোনা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নৌকায় ভোট চেয়ে একটি মিছিল বের হয়।
এতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। মিছিলটি ছোটবাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে আবার দলীয় এসে শেষ হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভজন চন্দ্র সরকার, কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মারুফ হাসান খান অভ্র, সম্পাদক খায়রুল হাসান লিটু, মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা হাবিবা রহমান খান শেফালী,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জনি সহ দুই শতাধিক নেতাকর্মী।
এমএ