টাঙ্গাইলে বাসচাপায় নিহত ৩

টাঙ্গাইলে বাসের চাপায় অটোরিকশাচালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এ দুর্ঘটনায় প্রথমে অটোচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশায় থাকা দুই যাত্রীকে হাসপাতালে নেয়ার পর তারা মারা যান।
নিহত অটোচালকের নাম সবুজ মিয়া। তিনি ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। তবে নিহত দুই অটোরিকশা যাত্রীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে একটি অটোরিকশাকে চাপা দেয় । এতে অটোরিকশায়টি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুই যাত্রী মারা যায়।
আরকেএইচ