নারায়ণগঞ্জে একই পরিবারের চারজনকে কুপিয়ে গুরতর আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার গন্ধর্বপুর প্রতিপক্ষের লোকজন তাদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় বিলকিস বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় আহত বিলকিছ বেগম জানান, একই এলাকার ছানাউল্লাহর সঙ্গে তার স্বামী হাবিবুল্লাহর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষ ছানাউল্লাহ, পানাউল্লাহ পানু, রফিকুল ইসলাম, রাসেল মিয়া, রুবেল মিয়া, মেহেদী হাসানসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় বেশকিছু অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিলকিছ বেগমের বাড়িতে ঢুকে গালমন্দ শুরু করেন।
পরে বিলকিছ বেগমের স্বামী হাবিবুল্লাহ তাদের গালমন্দ করতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় হাবিবুল্লার চিৎকারে স্ত্রী বিলকিছু বেগম, দুই মেয়ে ফাতেমা আক্তার ও তৈয়বা আক্তার বাচাঁতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও পিটিয়ে আহত করেন।
পরে তারা সেখান থেকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, উক্ত ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআই/এমএ