ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় ইয়াবা ব্যবসা, মা-মেয়েসহ আটক ৩


৮ নভেম্বর ২০১৮ ২২:১১

মাগুরা সদর থানা পুলিশ বুধবার (৭ নভেম্বর) মধ্যরাতে শহরের কলেজ পাড়া ও নতুন বাজারে অভিযান চালিয়ে মা-মেয়েসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় উদ্ধার হয়েছে ৫৩০ পিস ইয়াবা।

সদর থানার পরিদর্শক অপারেশন সাইদুর রহমান জানান, বুধবার রাতে শহরের নতুন বাজার থেকে পুলিশ মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ শহরের কলেজ পাড়ায় জনৈক মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ওই বাড়িতে থাকা মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮) ও তার মেয়ে ফরিয়া তাবাসসুম মুক্তির (১৮) কাছ থেকে আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয় ও পুলিশ তাদের আটক করে। আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বিকার করেছে। আটক ৩ জনের নামে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এমএ