আগুনে প্রাণ গেল একই পরিবারের ৮ জনের

জয়পুরহাটে একটি আধা পাকা বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে একই পরিবারের আটজন নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে শহরের শহীদ জিয়া ডিগ্রি কলেজের কাছে আরামনগর এলাকায় দুলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট ফায়ার স্টেশনের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন-দুলালের স্ত্রী মোমেনা বেগম (৬৫) তাদের ছেলে আব্দুল মোমিন (৩৭), মোমিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী বৃষ্টির (১৪), মোমিনের স্ত্রী পরিনা বেগম, তাদের দুই যমজ মেয়ে হাসি ও খুশি (১২) ছেলে আব্দুর নূরকে (৬) এবং দুলাল।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুলালের স্ত্রী মোমেনা বেগম, ছেলে আব্দুল মোমিন ও মোমিনের মেয়ে বৃষ্টির পোড়া লাশ উদ্ধার করে। এছাড়া দুলাল হোসেন, মোমিনের স্ত্রী পরিনা বেগম, তাদের দুই যমজ মেয়ে হাসি ও খুশি এবং ছেলে আব্দুর নূরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পথে সবার মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে একই পরিবারের তিনজন মারা যান। দগ্ধ পাঁচ সদস্যকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে নেয়া পথে চারজনের মৃত্যু হয়।
জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) রশিদুল হাসান জানান, রাতে মোমেনা বাসার রাইস কুকারে রান্না করার সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা জানতে পেরেছেন।
আরকেএইচ