মাগুরায় অটো চালকদের প্রতিবাদ কর্মসূচি
-2018-11-07-18-04-41.jpg)
সড়কে চলাচলকালে বাস মালিক সামিতি ও প্রশাসনের নামধারী কিছু ব্যাক্তিদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা অটো চালক কল্যাণ সমিতির সদস্যরা।
বুধবার (৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সদর উপজেলার ধলহরা স্কুলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন- সোহরাব হোসেন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, কাশেম মোল্লা প্রমুখ।
বক্তরা-বলেন, তারা মাগুরা- নড়াইল সড়কের শত্রুজিৎপুর, মাগুরা-মহম্মদপুর সড়কের বিনোদপুরসহ বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বাস মালিক সমিতি ও প্রশাসনের কিছু নামধারী ব্যক্তি ও তাদের দালালরা তাদের ওপর মারধরসহ নানা ধরনের অত্যাচার চালিয়ে আসছেন। তারা চাবি কেড়ে নিয়ে ইজিবাইক বা আটো গাড়ী ছিনিয়ে পর্যন্ত নিচ্ছে। প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন ফল পাওয়া য়ায়নি। যে কারণে তারা কর্মবিরতি পালন করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন।
এমএ