ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


৭ নভেম্বর ২০১৮ ২৩:৫৫

মাগুরায় বুধবার (৭ নভেম্বর) দুপুরে মাগুরা-যশোর সড়কের কাঁচা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত লিমন জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের লিয়াকত আলীর ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, যশোর সদর থানায় কর্মরত লিমন ছুটি শেষে নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা শহরের কাঁচা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সবজি বোঝাই ট্রাক তার মটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এমএ