ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


৫ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২২

ফেনী সদরের সুলতানপুর এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সাথে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিনিময়ের ঘটনায় লাল সুমন(৩২)নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হন।

র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক মাহমুদ খান জানান, র‌্যাব-৭ এর একটি টহল দল ফেনী সদর উপজেলার সুলতানপুর এলাকা হয়ে যাচ্ছিল। এসময় একদল মাদক ব্যাবসায়ী র‌্যাবের টহলগাড়ি লক্ষ্য করে গুলি করলে আত্বরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় লাল সুমন নামে এক মাদক ব্যাবসায়ীর লাশ উদ্ধার করে র‌্যাব। নিহত লাল সুমন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।

এসময় ঘটনাস্থল থেকে ০৩ টি দেশি/বিদেশী অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান মুফতি মাহমুদ।

আইএমটি