ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক


৭ নভেম্বর ২০১৮ ১৭:৫১

বিজিবি-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা আজ ভোরে সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৪৯ বোতল ফেন্সিডিলসহ আমজাদ হোসেন (৩৫)নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।আটকৃত আমজাদ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার শিওরদা গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে।পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে খলশি বাজার এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩৪৯ বোতল ফেন্সিডিলসহ আমজাদ হোসেনকে হাতেনাতে আটক করা হয়।আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান,কম্পানি কমান্ডার।