চাকরির প্রলোভনে তরুণীর নগ্ন ছবি তুলে ফেসবুকে আপলোড, গ্রেপ্তার ১

চাকুরির প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে জোর করে ভিডিও ধারণ ও ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোহেল কাজি ওরফে দোয়েল কাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এর সোশ্যাল মিডিয়া মনিটরিং টীম। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ফেসবুক আইডি ও গ্রুপসহ ল্যাপটপ এবং মোবাইল জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিবাদি ভিক্টিম পূর্ব পরিচিত। সেই সুবাদে বিবাদি ভিক্টিমকে চাকুরি দেয়ার কথা বলে একটি অফিসে নিয়ে যান। তারপর জোর করে তার অনেক নোংরা ছবি তুলে ও ভিডিও করে। এরপর বিবাদি ওই যুবতীকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং পরবর্তীতে বিবাদি উক্ত ছবি ও ভিডিও ভিক্টিমের নামে একটি ফেইক ফেইসবুক আইডি খুলে সেখানে থেকে ছডিয়ে দেয়।
আসামি সোহেল কাজীকে তুরাগ থানার পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
এমএ