ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘চলনবিলের দুরন্ত মাঝি’ পলক


৬ নভেম্বর ২০১৮ ১৯:৩৮

ফাইল ফটো

‘চলনবিলের দুরন্ত মাঝি’ উপাধিতে ভূষিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ‘সিংড়া সচেতন নাগরিক সমাজ’ এর আত্মপ্রকাশ এবং উপাধি স্বারক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলককে এই উপাধিতে ভূষিত করা হয়। দেশপ্রেম, সম্প্রীতি, সুশাসন, উন্নয়ন এই শ্লোগান নিয়ে যাত্র শুরু করে এ অরাজনৈতিক সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিংড়া সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এমরান আলী রানা।



আরকেএইচ