ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৩


৭ জানুয়ারী ২০২৫ ১৩:৪৭

প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় একটি ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়।

মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে মুন্সিবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথম উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১২টা ৩৮ মিনিটে। ফরিদপুর সদর ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, এখন পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং ১ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে।