গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন।
এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
শিল্প পুলিশ জানায়, সরকার ঘোষিত ৯ শতাংশ বাৎসরিক বেতন বাড়াতে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বাড়ানো হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। তবে এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।