বগুড়ায় বন্দুকযুদ্ধে পুরনো জেএমবির আমির নিহত

বগুড়ার শিবগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির নিহত হয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলছেন,শিবগঞ্জের পিরবের তাঁতী পুকুর এলাকায় সোমবার রাত দেড়টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি, কিছু পাউরুটি ও কলা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।নিহত খোরশেদ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ঘোনার পাড়ার আব্দুল খালেকের ছেলে।
বগুড়ার পুলিশ সুপার বলেন, “খোঁজখবর নিয়ে জানা গেছে, খোরশেদ পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির। সে সাংগঠনিকভাবে মাস্টার সামিল নামে পরিচিত ছিল।”ঘটনার বিবরণে এই পুলিশ কর্মকর্তা বলেন, “রাত দেড়টার দিকে তাঁতী পুকুর এলাকায় একদল দুস্কৃতকারী টহল পুলিশের উপর হামলা চালায় এবং গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।”পরে সেখানে আনুমানিক ৩৬-৩৮ বছর বয়সী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে বগুড়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক জানান।
খোরশেদ আহত অবস্থায় নিজের নাম পরিচয় বলে গেছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশের এসআই আহসান এবং কন্সটেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএল