ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে সাবেক এমপি আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা


৬ নভেম্বর ২০১৮ ০২:১৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নির্বাচনী জনসভা করেছেন।

সোমবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভাতঘরা হাইস্কুল মাঠে রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আততাফ হোসেন, নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রিপন, ছাত্রলীগ নেতা মিলন আহম্মেদ। সভাটি পরিচালনা করেন রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা।

এমএ