বেনাপোল সীমান্তে ১০৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক মো. মইদুল ইসলাম (২৫) কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুলের ছেলে অপর দিকে জামির হোসেন (২৩) পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বলেন, রোববার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুটখালী ক্যাম্পের বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি মসজিদ বাড়ী পোস্টের দক্ষিণ পাশে লেবু বাগানে অভিযান চালিয়ে ১০৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এমএ