ঢাকা বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


নকলায় এসএসসি পরীক্ষার্থী সিফাতের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার


১১ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৫

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের নকলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ওয়াসিম মিয়ার পুত্র ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিফাত সবার অগোচরে আজ সকাল অনুমান ৭টার দিকে শয়ন কক্ষের ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা বুরন মিয়া শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে ডাকচিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।