ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


কলি ও আজাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজী মামলা


৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬

সংগৃহিত

চাঁদাবাজীর অভিযোগে রাবেয়া আক্তার কলির ও তার স্বামী দাবীকরা আবুল কালাম আজাদের বিরুদ্ধে নারায়নগঞ্জ আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী।

চাঁদাবাজি মামলায় রাবেয়া আক্তার কলিকে ২ নং আসামি ও আবুল কালাম আজাদকে ৫ নং আসামি করা হয়। তার বর্তমান রাবেয়া আক্তার কলির দাবীকরা স্বামী একই মামলার আসামি আবুল কালাম আজাদকে নিয়ে প্রাইভেট কার যোগে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন একাধিকবার। রাবেয়া আক্তার কলি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন পেটমানিকা গ্রামের হানিফের মেয়ে।

রাবেয়া আক্তার কলি বর্তমানে ঢাকা ডেমরা থানার মুসলিম নগর এস. এম. সি. স্পেশাল প্রাইভেট হাসপাতাল সংলগ্ল জুলেখার বাড়ীর ২য় তলায় দক্ষিণ পাশের ফ্ল্যাটের সাবলেট ভাড়টিয়া হিসেবে বসবাস করছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচ বিবি গ্রামের ওয়াজিউদ্দিন আহম্মেদের ছেলে মেরাজুল ইসলাম বাদী হয়ে নারায়নগঞ্জ বিজ্ঞ আদালতে চাঁদাবাজীর অভিযোগে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আড়াইহাজার থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন। এর আগেও রাবেয়া আক্তার কলির বিরুদ্ধে নারায়নগঞ্জ আদালতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী।

চাঁদাবাজী মামলার তদন্তকারী অফিসার আড়াইহাজার থানার এসআই মোঃ সোহেল জানান, মামলাটি তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।