ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


যশোর জেলায় শ্রেষ্ঠ হওয়ায় শার্শার ইউএনওকে বেনাপোলের শুভেচ্ছা


৫ নভেম্বর ২০১৮ ০৪:৩৪

প্রাথমিক শিক্ষায় ‘সৃজনশীল কাজ’ ক্যাটাগরিতে যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। এই উপলক্ষে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেনাপোলস্থ চট্রগ্রাম বিভাগীয় সমিতির নেতারা ইউএনও পুলক কুমার মণ্ডলের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বেনাপোলস্থ চট্রগ্রাম বিভাগীয় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রহিম হাবিবী (সাবেক শিক্ষক ধান্যখোলা মাদ্রাসা) সেক্রেটারি ও স্থলবন্দর এমপ্লয়ে‍জ ইউনিয়নের সহ সভাপতি মনির মজুমদার, মুক্তিযোদ্ধা আ. মান্নান, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সহঃদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রাসেল ইসলামসহ আরো অনেক সাংবাদিক।

এমএ