ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বাঁচতে চায় হাদিত


৪ নভেম্বর ২০১৮ ২৩:৫৪

যে বয়সে দুরন্তপনায় সময় কাটানোর কথা, সে বয়সে বিছানায় কাতরাচ্ছে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিন বছরের শিশু হাদিত। হাসি, খেলা, আবদার আর দুরন্তপনার কিছুই নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার মানিক মিয়ার সন্তান হাদিতের চোখে মুখে। বেঁচে থাকা না থাকার ভয় নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সিএনজি চালক বাবার একমাত্র অবলম্বন।

হাদিতের ছোট্ট শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার। ছেলের চিকিৎসা করাতে গিয়ে এরইমধ্যে নিঃস্ব হয়েছেন সিএনজি চালক বাবা মানিক মিয়া। এখন টাকার অভাবে বন্ধ রয়েছে চিকিৎসাও। দিন যতোই যাচ্ছে ততোই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তার। আর চিকিৎসার জন্য দরকার প্রায় ২০ লাখ টাকা। যা যোগাড় করা একেবারেই অসম্ভব শিশু হাদিতের পরিবারের পক্ষে। সন্তানের মৃত্যুর হাতছানি জেনেও চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। অকাল মৃত্যুর হাত থেকে সন্তানের জীবন বাঁচাতে করুণ আর্তি দরিদ্র বাবা মানিক মিয়ার। তিনি ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। চাইছেন সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা।

দেশবাসীর কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা করেছেন শিশু হাদিতের বাবা-মা। সবার সহযোগিতা ও দোয়া সুস্থ করে বাবা মায়ের কোলে ফেরাতে পারে ফুটফুটে শিশু হাদিতকে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তবানদের একটু সাহায্যই পারে হাদিতের জীবন প্রদীপ জ্বালিয়ে রাখতে।

সাহায্য পাঠানোর ঠিকানা

মো. মানিক মিয়া (রোগী হাদিতের বাবা), সঞ্চয়ী হিসাব নং-১৫১-১১২০০০-৫০০৬ আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি:, ভুলতা শাখা। এছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৯২২৭৯১৭৮৩ (হাদিতের বাবা) এই বিকাশ নাম্বারেও।