ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


৪ নভেম্বর ২০১৮ ২৩:৪১

ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার দিঘীবরাব ও চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দিঘীবরাব এলাকার আবু তাহেরের ছেলে সুজন, সুলতানবাগ এলাকার নুরুল হকের ছেলে মিজান, বন্দর থানার চানপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে শামিম ও মুরাদপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে রাজা মিয়া ওরফে বকুল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সকলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলো। চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাজা মিয়া ওরফে বকুল, শামিমকে, দিঘীবরাব এলাকা থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুজন ও সুলতানবাগ এলাকা থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মিজানকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।