ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাদক বিক্রিতে বাধা দিয়ে পিটুনি খেলেন স্বামী-স্ত্রী


৪ নভেম্বর ২০১৮ ২৩:৩৪

ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা এক দম্পতিকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাড়াবাড়ি করলে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে।

রোববার সকালে উপজেলার গঙ্গানগড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মজিবুর রহমানের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার আপন ছোট ভাই কাইয়ূম ও তার স্ত্রী নলিতা বেগম দীর্ঘদিন ধরে গঙ্গানগড় এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মজিবুর রহমান তাদেরকে মাদক বিক্রি করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। রোববার সকালে মাদক বিক্রির বাধার জের ধরে মাদক ব্যবসায়ী কাইয়ূম ও তার সহযোগীরা মজিবুরকে পিটিয়ে আহত করে। মজিবুরকে বাঁচাতে তার স্ত্রী তাছলিমা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।