গা্ইবান্ধায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে থানা পলিশ। রোববার সকালে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেল হাজাতে পাঠনো হয়।
আটককৃতরা হল- উপজেলার তরফবাজিত গ্রামের মধু মিয়ার ছেলে পলাশ মিয়া (২৪), উত্তর ফরিদপুর গ্রামের (নাকড়ীবাঁশের তল) এছাহাক আলীর ছেলে পিয়ারুল ইসলাম (২২), দশলিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে রাশেদুজ্জামান বাবু (২০) ও ছেবারত আলীর ছেলে তৈয়ব আলী (২৫)।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবিরের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়। ওসি এমরানুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, আটলকৃত পলাশ মিয়া ও পিয়ারুল ইসলামকে ৪০০ পিস, বাবুকে ২২ পিস ইয়াবা ট্যবলেট এবং তৈয়ব আলীকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।