ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ‘স্কিলস কম্পিটিশন’


৪ নভেম্বর ২০১৮ ০৫:১০

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মেধা ও উদ্বোধনী শক্তির বিকাশে সহায়ক ‘স্কিলস কম্পিটিশন’ শনিবার মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এমসিইটি) প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (মাগুরা সার্কেল) কাজী আহসান হাবীব , মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী, এমসিইটি কলেজের উপাধ্যক্ষ কে এম মাহাবুর রহমান, কম্পিউটার বিভাগীয় প্রধান কে,এম মাসুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ইন্সট্রাক্টর ও গণসংযোগ কর্মকর্তা এ এস এম রেজাউল ইসলাম। অনুষ্ঠানের ৩৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৬টি উদ্ভাবন-প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।