ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে জেল হত্যা দিবসে আ.লীগের শোক র‌্যালি


৪ নভেম্বর ২০১৮ ০১:৪৭

ঝিনাইদহের কালীগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান পক্ষের নেতা কর্মীরা কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যলয় থেকে এক শোক র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ।
 
র‌্যালি শেষ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রাখালগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ কবির লিমন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কাজী রিপন প্রমুখ।