শার্শায় ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শা বাগআঁচড়ায় ১০২ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটক আলমগীর যশোর সদর উপজেলার পাকদিয়া গ্রামের আইনাল হকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর সৈয়দ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আটক আলমগীর দীর্ঘদিন যাবত রাড়ীপুকুর এলাকায় তার শ্বশুর বাড়ীতে ইয়াবা বেচাকেনা করছিল। এমন খবরে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামের আলমগীরের শ্বশুর কিতাব আলীর বাড়ীতে অভিযান চালিয়ে আলমগীর কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১০২ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।