ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় মাদকবিরোধী যুব সমাবেশ


৩ নভেম্বর ২০১৮ ০৩:১৭

মাগুরার শ্রীপুর উপজেলার কামারখালিতে শুক্রবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী যুব সমাবেশ। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সহযোগিতায় পরিবর্তনে আমরাই নামের সেচ্ছাসেবী সংস্থা এটির আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ নেতা মানবাধিকার ব্যক্তিত্ব এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভিন, প্রেসক্লাব সম্পাদক শামীম আহমেদ, আয়োজক সংস্থার পরিচালক নাহিদুর রহমান দুর্জয়। সমাবেশে শতাধিক ইয়ুথ লিডার মাদকবিরোধী শপথ নেন।

এমএ