ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গাইবান্ধা-৩: জাপার দূর্গে আওয়ামী লীগ, আঘাত হানতে চায় বিএনপি


৩ নভেম্বর ২০১৮ ০২:৩৩

ফাইল ফটো

সাদুল্যাপুর ও পলাশবাড়ী দুই উপজেলা নিয়ে ৩১, গাইবান্ধা-৩ আসনটি গঠিত। সাদুল্যাপুর উপজেলায় ১১ ও পলাশবাড়ী উপজেলা ৯টি ইউনিয়নসহ সর্বমোট ২০টি ইউনিয়ন রয়েছে এ আসনে। ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষাধিক।

দেশ স্বাধীনের পর ১৯৭৯ সালে বিএনপি থেকে ড. আরএ গণি এ আসনে এমপি নির্বাচিত হয়। এর পর জাতীয় পার্টির প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধরী টানা ছয়বার এমপি নির্বাচিত হয়েছিলেন। ফলে আসনটি জাতীয় পার্টির ভোট ব্যাংক হিসেবে খ্যাত ছিল। গত ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের কারণে এ আসনটি জাপা’র হাত ছাড়া হয়ে আওয়ামীলীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার এ আসনটি দখলে নেন।

এদিকে বিগত ৩৭ বছরেও এ আসনটি দখলে নিতে পারেনি বিএনপি। তবে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আঘাত হানতে চায় বিএনপি। সেই লক্ষে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক কোমর বেধে মাঠে নেমেছেন। ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় রয়েছেন সাদুল্যাপুর-পলাশবাড়ী নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে। জনসেবা ও স্বাস্থ্য সেবায় জনগণের আস্তাভাজন অর্জন করায় তার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে বলে জানান ভোটারে।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে মহাজোটের মধ্যে চলছে নানা হিসেব-নিকাশ। মহাজোট থেকে কোন্ দল নির্বাচন করবে? আওয়ামীলীগ নাকী জাতীয় পার্টি? এমন প্রশ্ন সাধারণ ভোটার থেকে রাজনৈতিক মহলের মধ্যে। তবে মহাজোটের কোন দলই হাল ছাড়তে নারাজ। ইতোমধ্যে মহাজোটে থাকা জাসদ (ইনু) সমর্থিত দলীয় প্রার্থী চুড়ান্ত ঘোষণা করেছেন স্বয়ং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। ফলে মহাজোটের সম্ভাব্য প্রার্থীরা ভোট যুদ্ধে মাঠে আছেন।

এ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রায় ডজন খানেক মনোনয়ন প্রত্যাশী মাঠে দৌড়ঝাঁপ শুরু করছেন। তারা হলেন-বর্তমান সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক, আবু বকর প্রধান, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ডা. শাহ মো. ইয়াকুবুল আজাদ, শাহারিয়া খাঁন বিপ্লব, মাজেদুর রহমান দুলু ও আজিজার রহমান বিএসসি সহ আরো অনেক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে জাতীয় পার্টি (এরশাদ) থেকে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন দলের প্রেসিডেন্ট আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ। তবে জাপা’র আরেক প্রার্থী এ্যাড. মমতাজ উদ্দিনেও মনোনয়ন প্রত্যাশা করছেন। এছাড়াও প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন জাসদ (ইনু) সমর্থিত প্রাথী এসএম খাদেমুল ইসলাম খুদি।

বিএনপি থেকে- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের মনোনয়ন প্রায় নিশ্চিত করেছে দলীয় হাইকমান্ড। তবে বিএনপি’র রফিকুল ইসলাম রফিক ও ড. মিজানুর রহমান মাসুম ইতোমধ্যে ব্যানারা ফেসটুন ও লিফলেট বিতরণসহ নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যহত রেখেছেন। অপরদিকে জাপা (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও এমপি হ্যাভিওয়েট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী।

সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার দায়িত্বরত নির্বাচন অফিসার শাহীনুর আলম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৯৪১। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৩৮ এবং মহিলা ভোটার ২ লক্ষ ১১ হাজার ১০৩। সাদুল্যাপুরে মোট ভোটার ২ লক্ষ ২৩ হাজার ৬৯৩ ও পলাশবাড়িতে ১ লক্ষ ৮৮ হাজার ২৪৮ জন।