কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় রিয়াজ উদ্দিন ভূইয়া (৬০) নামে এক কৃষককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জিলু মিয়া (৫০) নামে এক অসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুর রহিম। এছাড়া মামলার বাকি আট আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
রায় ঘোষনার সময় অভিযুক্ত ১৫ আসামীর মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত জিলু মিয়াসহ ১৩ জন উপস্থিত ছিলেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন ইসহাক মিয়া (৭৫), তৌহিদ মিয়া (৫০) হাদিস মিয়া (৪২), চান মিয়া (৭৫), বাদল মিয়া (৩৫) ও আলী আকবর (৩৫)। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ইসহাক মিয়া ও খালাস পাওয়া জাহের উদ্দিন পলাতক রয়েছেন। আসামিরা সকলে ধলা ইউনিয়নের কাঠালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
মোবাইল ফোন সেট চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৬ জুন ফজরের নামাজ পড়ে বাজারের যাওয়ার পথে রিয়াজ উদ্দিন হামলার শিকার হন।
আসামীরা রিয়াজ উদ্দিনকে মাটিতে ফেলে হাত পা ধরে রাখলে জিলু মিয়া ছুরি দিয়ে জবাই করে তাকে হত্যা করে। ঐ দিনই তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়।
দীর্ঘ ১০ বছর সাক্ষ্য-তদন্ত শেষে ১ নভেম্বর মামলাটির রায় ঘোষনা করেন বিচারক।
সরকার পক্ষে এপিপি হুমায়ুন কবির এবং আসামী পক্ষে অ্যাডভোকেট অশোক সরকার ও অ্যাডভোকেট আয়েদুল হক চৌধুরী মামলাটি পরিচালনা করেন।