ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

ঝিনাইদহ করেসপন্ডেন্ট,
‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হামদহ এলাকার যুব ভবনে গিয়ে শেষ হয়।
সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করা হয়। পরে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে যুবদের মাঝে সনদপত্র, সম্মাননা ও ঋণ বিতরণ করা হয়।