বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেল কর্মচারী নিহত

লালমনিরহাট রেলষ্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মকবুল হোসেন। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মকবুল হোসেন রেলষ্টেশনের পাওয়ার হাউসে বিদ্যুতের লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ রেলওয়ে কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
একেএ