ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ১৭


১ নভেম্বর ২০১৮ ০৪:১৮

ফাইল ফটো

মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে উরুড়া ও কালুকান্দি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সদস্যসহ উভয়পক্ষে ১৭জন আহত, ৭টি বসতঘর ও ২টি ভাটায় ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে।

গুরুতর আহত আজিজুল (২০) কে মাগুরা সদর হাসপাতালে ও চুন্নু শিকদার (৩৮), খসরু শিকদার (৩৫), মঞ্জু শিকদার (২২), জুয়েল (১৪), অঞ্জু মোল্যা (৪৪), জহুর (২৮), ইকরামুল মন্ডল (২২), হাফিজার খাঁন (৩৫) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের সদস্য এসআই হাফিজ ও আজমসহ বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালুকান্দি মোড়ে মঙ্গলবার বিকালে তৈয়বের ছেলে ঝন্টু ও সাকিবের ছেলে টুকুর সাথে হাই শেখের ছেলে তারিকুলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার ভোরে আক্কাচ মোল্যার ভাটার সামনে বাহাজউদ্দিনের নেতৃত্বে কালুকান্দি গ্রামের বাসিন্দারা এবং তৈয়বের নেতৃত্বে উরুড়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।