কিশোরগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের আকাশ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বিদুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন।
এলাকাবাসীসূত্রে জানা যায়, বুধবার (৩১ অক্টোবর) আকাশ মিয়া পড়ন্ত দুপুড়ে ঘরের চালের উপর পড়ে থাকা গাছের ডালপালা কাটতে গিয়ে চালের উপর দিয়ে যাওয়া বিদুৎতের তারে জড়িয়ে পড়ে।
বাড়ীর লোকজন ও এলাকাবাসী নানা চেষ্টা চালিয়ে মুমূর্ষ অবস্থায় আকাশ মিয়াকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষনা করেন।