ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


সরিয়ে দেওয়া হলো ডিএমপির ডিবিপ্রধান হারুনকে


৩১ জুলাই ২০২৪ ২০:১৮

ফাইল ফটো

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বদলি করা হয়েছে। বদলির পর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রা্ইম অ্যান্ড অপারেশন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

হারুনের স্থলে নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ম. হা. আশরাফুজ্জামান।

 

 

অন্যদিকে আশরাফুজ্জামানের স্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন এখন মহিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

 

বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানান।