ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শার্শায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার


১ নভেম্বর ২০১৮ ০০:৩০

নাশকতার অভিযোগে যশোরের শার্শা উপজেলায় জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদী বই জব্দ করা হয়েছে। থানার এসআই মামুন বাদি হয়ে আজ বুধবার সকালে শার্শা থানায় মামলাটি দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়া জামায়াত ও বিএনপির লোকজন গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন জামায়াত বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে। পুলিশ এ সময় সেখান থেকে ১০ টি হাতবোমা ও বিপুল সংখ্যক জিহাদী বই, সহ লাঠি সোটা জব্দ করে। আজই বিকেল তিনটায় আটক নেতা কর্মীদের জেলে পাঠানো হবে।