ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মাগুরায় সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধ সমাবেশ


১ নভেম্বর ২০১৮ ০০:২৬

মাগুরায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ আবেদআলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (বিআরডিপি) সংস্থা মাগুরা সদর কর্তৃক এই সমাবেশের আয়োজন করে।

এতে গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মোঃ শাহ আলম, ইউডিও মোঃ মনিরুজ্জামান, বাহারবাগ আবেদআলী দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুন-অর রশীদ, বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।

সমাবেশে স্থানীয় স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে বক্তারা সবাইকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক থেকে সর্তক থাকা এবং প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে পরামর্শ দেন।