ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং


১ নভেম্বর ২০১৮ ০০:০০

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ণ কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- সম্পর্কিত রিপোর্ট পাঠ করেন ঝিনাইদহ জেলা তথ্য অফিসের জেলা অফিসার আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি নয়ন খন্দকার, প্রতিদিনের সংবাদের হাসান জাকির, দৈনিক মানবকণ্ঠের শাহাজান আলী বিপাশ প্রমুখ। এছাড়া প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রেস বিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও সাফল্যের বিষয় প্রচারের জন্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।৮

০১৭১১-১২৫৮৭১