ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে ৯ টি বোমা উদ্ধার আটক ৬৭


৩১ অক্টোবর ২০১৮ ২১:১৫

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও হাতবোমাসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জেলার বিভিন্ন উপজেলায় সন্ত্রাস মাদক ও নাশকতা বিরোধী চলমান রয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলার সদর উপজেলা থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ২৩ জন, হরিণাকুন্ড থেকে ৫জন, কালীগঞ্জ থেকে ৪টি হাত বোমাসহ ৮ জন, কোটচাঁদপুর থেকে ৫টি বোমাসহ ৫জন ও মহেশপুর থেকে ১২ জনসহ মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়।