ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে গাড়ি চালকে কুপিয়ে জখম, আটক ১


৩১ অক্টোবর ২০১৮ ২০:২৫

রূপগঞ্জে আল হাবিব ট্রান্সপোর্টের ২ চালককে চাপাতির কোপে গুরুতর জখম করেছে এক ছিনতাইকারী।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় দিকে গোলাকান্দাইল ফাইওভার সংলগ্ন আল-রাফি হাসপাতালে দক্ষিন পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউছার নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

ঘটনার ৩ ঘণ্টা পর ছিনতাইকারী কাউছারকে তার নিজ বাড়ি থেকে আটক করে ভুলতা ফাঁড়ির পুলিশ। আটককৃত ছিনতাইকারী কাউছার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুনের ছেলে। আহত চালক বাসেদ ও বাচ্চু জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৩টি মোবাইল, সাড়ে ১৪ হাজার টাকা ও গাড়ির সকল কাগজপত্র ছিনতাই করেছে।

পুলিশ জানায়, বাসেদ ভোলা জেলার লালমহন থানা ধলীঘরনগর এলাকার বাদশা বেপারীর ছেলে। অপরজন, বাচ্চু মিয়া (২৯)একই থানার র্পূবচরমেদ এলাকার নুর হাফেজ মিয়ার ছেলে।

কভারভ্যান চালক বাচ্চু মিয়া জানান, তারা তারা ২ জনই আল হাবিব ট্রান্সপোর্টের গাড়ির চালক। ভুলতা ফাঁড়ির পুলিশ জানায়। ওদিন তারা নারায়ণগঞ্জ জেলার মদনপুর থেকে সয়াবিনের দানা নিয়ে রাজশাহী যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে তারা।

ছিনতাইকারীরা বাসেদের কাছে থাকা আরো ১টি ছোট মোবাইলসেট ও নগদ সাড়ে ৮ হাজার টাকা নিয়ে যায়। বাচ্চু এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ১টি মোবাইল ৬ হাজার টাকাসহ গাড়ীর কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাসেদ ও বাচ্চুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর রফিকুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার ৩ ঘণ্টার মধ্যেই কাউছারকে আটক করেছে।

এসএমএন