ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে হুন্ডি টাকাসহ আটক ১


৩১ অক্টোবর ২০১৮ ০৪:০৬

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ হুন্ডি টাকা সহ মিঠু (৪৫)নামে কুলিকে আটক করেছে।

তিনি বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক কুলি হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ১ লাখ ৯৯ হাজার হুন্ডির টাকা পাওয়া যায়। এ টাকা ভারতের এক কুলির মাধ্যমে নোম্যান্সল্যান্ড থেকে বাংলাদেশে আনছিল বলে বিজিবির কাছে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।