ভূয়া সাংবাদিক ইমতিয়াজ গ্রেপ্তার

কোন প্রকার অনুমোদন না নিয়ে বৃহত্তর মিরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময়ে হাতেনাতে মঙ্গলবার (৩০ অক্টোবর) মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ী ইমতিয়াজ গ্রেপ্তার হয়েছে।
এই সময় তার সঙ্গে থাকা সাগর নামে আরেকজন গ্রেপ্তার হয়। ইমতিয়াজ খান রুবেল নামের সাংবাদিক পরিচয়ধারী এই মাদক ব্যবসায়ী পুরো মিরপুর এলাকা সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়ালেও তার মূল ব্যবসা মাদক ব্যাণিজ্য বলে জানা যায়। তার নামে ইতিপূর্বে মাদক ব্যবসায়ের মামলাও রয়েছে।
ইমতিয়াজ খান রুবেল এতদিন এক পত্রিকা, টিভি চ্যানেলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। তার মটরসাইকেলে ‘চ্যানেল আই’ এর ষ্টিকার ব্যবহার করে।
ইমতিয়াজ খান রুবেল ইতিপূর্বে হিরোইন বিক্রিকালীন পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে আবার বেপরোয়া হয়ে উঠেন তিনি। তার প্রকাশ্যে ইয়াবা সেবককালীন ছবি রয়েছে। কাউকেই পরোয়া না করে প্রকাশ্যে ইয়াবা সেবন করে বেড়াত ইমতিয়াজ।
বেপরোয়া এই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে। তার গ্রেপ্তারের বিষয় স্বীকার করে মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, তার বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ